রহনপুরে আনুষ্ঠানিক ভাবে আম কেনা বেচার উদ্বোধন

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের অন্যতম আম বাজার রহনপুর স্টেশন আম বাজারে সোমবার আনুষ্ঠানিক ভাবে আম বেচা-কেনা শুরু হয়েছে।
বেলা সাড়ে ১১ টারদিকে আম বাজার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান আম বেচা কেনার উদ্বোধন করেন।
রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতি’র সভাপতি হুমায়ন কবির বাবু সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, পৌর মেয়র তারিক আহম্মেদ, রহনপুর আমচাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মাইনুল ইসলাম বিশ্বাস, আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান খান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম।
প্রথম দিনেই এই বাজারে গুটি ও গোপালভোগ জাতের আমের সরবরাহ ছিল বেশ ভালো। এ বাজারে গোপালভোগ বিক্রি হয়েছে ১৬০০ থেকে ১৭০০ টাকা মণ দরে। এই বাজার থেকে আম কিনে পাইকাররা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে পাঠান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2WyisW0

May 27, 2019 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top