৩০ মে থেকে পর্দা উঠছে ইংল্যান্ড বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। আর এ ম্যাচে বাংলাদেশের কাছে পাকিস্তানের হারার সম্ভাবনা বেশি বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। দুই দলের সাম্প্রতিক ফর্ম এবং শক্তিমত্তা বিচার করে এমন ফলাফল দেখছেন রমিজ রাজা। গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালের শিরোপা জিতে নেয় বাংলাদেশ, আর একই দিনে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। রমিজ রাজা বলেন, মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। ১৯৯৯ এর বিশ্বকাপে দুই দলের একবার দেখা হয়। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা বাংলাদেশ সেবার হারিয়ে দেয় শক্তিশালী পাকিস্তানকে। তিনি আরো যোগ করেন, বাংলাদেশ সম্প্রতি এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে এবং ৩-০ তে হোয়াইটওয়াশও করেছে। আর সাম্প্রতিক পারফরম্যান্স এবং বিশ্বকাপে আগের দেখার ফলাফল বিচার করলে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। এমএ/ ০৮:৪৪/ ১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HpTdwk
May 18, 2019 at 04:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top