বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ২০০৭ ও ২০১১ সালে খেলেছেন টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক। বিশ্বকাপের দ্বাদশ আসরেও থাকছেন এ বোলার। তবে বাংলাদেশ দলের সঙ্গে না। আইসিসির বিশেষ দূত হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বাঁহাতি এ স্পিনার। প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে বড় দায়িত্ব পেয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট পাওয়া রাজ্জাক। বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন তিনি। দুটি বিশ্বকাপ খেলা রাজ্জাক ২০০৭ সালে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি উইকেট পেয়েছিলেন। ২০১১ বিশ্বকাপ দলেও ছিলেন। ইংল্যান্ড, নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। রাজ্জাক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে খেলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া রাজ্জাক। ১৩ টেস্টে রাজ্জাক পেয়েছেন ২৮ উইকেট। ১৫৩ ওয়ানডেতে তার শিকার ২০৭ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার। এবার ইংল্যান্ডে যাচ্ছেন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে। ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন সময়ে একই দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এমএ/ ০৯:১১/ ১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Q9pzhP
May 18, 2019 at 05:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top