৭ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিল থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা।
সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি একেএম মোস্তাফিজুর রহমান, পলশা মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক, চুনাখালি মাদ্রাসার অধ্যক্ষ এনতাজুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভবানীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মনিরুল ইসলাম, দুর্গাপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হকসহ জেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা।
সমাবেশে বক্তারা অবসর ও কল্যাণ তহবিল থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদ জানান এবং তাদের ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2Y9Fu2e

May 05, 2019 at 04:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top