মুম্বাই, ০৩ মে- প্রায় এক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার পর ক্যানসারমুক্ত হয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। তবে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে দেশে ফিরতে আরও দুমাস দেরি হবে বলে জানান তিনি। তার এই কঠিন যাত্রায় যারা সঙ্গে ছিলেন বিশেষ করে পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের এক ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলকে দেয়া সাক্ষাৎকারে ক্যানসার থেকে মুক্তি নিয়ে বেশ কিছু কথা বলেন ঋষি। এছাড়া চলচ্চিত্র নির্মাতা রাহুল রাওয়াইল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সম্প্রতি ঋষির ক্যানসার মুক্তির বিষয় নিশ্চিত করেন। সাক্ষাৎকারে ঋষি স্ত্রী নিতু কাপুর ও সন্তানদের কথা উল্লেখ করে বলেন, নিতু আমার পাশে পাথরের মতো দাঁড়িয়েছিল। তাকে ছাড়া আমার খাবার-পানি ঠিকমতো খাওয়া সম্ভব হতো না। তাছাড়া রণবীর ও রিধিমা আমার দুই সন্তান আমার সমস্যাগুলো তাদের কাঁধে নিয়েছিল। চিকিৎসার বিষয়ে ঋষি বলেন, যুক্তরাষ্ট্রে গত বছরের পহেলা মে আমার আট মাসের চিকিৎসার শুরু হয়েছিল। ঈশ্বর সদয় হয়েছেন! আমি ক্ষমা পেয়েছি, মানে এখন আমি ক্যানসারমুক্ত। এখন আমার অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। যে কারণে দেশে ফিরতে কমপক্ষে দুই মাস সময় লাগবে। আরোগ্য জিনিসটা আমার পরিবার ও ভক্তদের প্রার্থনার জন্য এসেছে। এজন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, অভিজ্ঞতা আমাকে ধৈর্যের গুরুত্ব শিখিয়েছে। আমার মতো একজন ব্যক্তি যিনি কখনও ধৈর্য ধরেননি, তার জন্য এটা ধৈর্যের রাস্তায় যাবার জন্য ঈশ্বর প্রদত্ত পথ। ভালো হওয়া হচ্ছে একটি ধীর প্রক্রিয়া। কিন্তু এটি আপনার জীবন উপহার দিয়ে কৃতজ্ঞ করে তুলবে। ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত হলেও দীর্ঘদিন বিষয়টি গোপন ছিল। ঋষি নিজে কিছু জানাননি এমনকি তার পরিবারের থেকে কিছু শোনা যায়নি। ২০১৮ সালের অক্টোবরে ঋষি টুইটারে লিখেছিলেন, হ্যালো সবাইকে! কাজ থেকে ছোট ছুটি নিচ্ছি, চিকিৎসার জন্য আমি আমেরিকা যাচ্ছি। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের অপ্রয়োজনীয় চিন্তা না করার অনুরোধ। আপনাদের ভালোবাসা ও শুভকামনা দ্রুত ফিরে আসবো। এছাড়া ২০১৯ সালের শুরুর দিকে সকলকে শুভেচ্ছা জানিয়ে ঋষির স্ত্রী নীতু লিখেছিলেন, বছরের প্রতিজ্ঞায় থাকবে ভবিষ্যৎ হোক দূষণ ও ক্যানসার মুক্ত। কর্কট শুধুমাত্র একটি রাশি চিহ্ন হয়েই থাকুক। কোনও ঘৃণা নয়, দারিদ্র্য নয়, অনেক ভালোবাসা, একাত্মতা, আনন্দ ও সুস্বাস্থ্য। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টের পর থেকে প্রকাশ্যে আসে ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত। তবে ঋষির সুস্থতার খবরে বেশ খুশি হয়েছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সে কথা জানাচ্ছেন। আর/০৮:১৪/০৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JaZayN
May 04, 2019 at 03:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top