মুম্বাই, ০৪ মে- দেখে মনে হচ্ছে পুরোদস্তুর ক্যামেরাম্যান। শাহরুখের অনেক ভক্তই ভেবেছেন সে কথা। তবে ঘটনাটি ভিন্ন। ছবিটি তোলা হয়েছিল স্বদেশ সিনেমার শুটিং সেটে। বলিউড কিং শাহরুখ যার দিকে ক্যামেরা তাক করে আছেন তিনি পরিচালক আশুতোষ গোয়ারিকর। যারা পরিচালককে চেনেন তারা পরিচালকের ভূমিকায় অভিনেতা আর অভিনেতার জায়গায় পরিচালক দেখে কিছুটা বিস্মিত হয়েছেন। এই ছবিটি পোস্ট করেছেন আশুতোষ গোয়ারিকর। ছবির সঙ্গে ক্যাপশন দিয়ে তিনি ছবিটির ব্যাখ্যাও দিয়েছেন। জানা যায়, স্বদেশ সিনেমায় পরিচালক আশুতোষ একটি পারফেক্ট ল্যান্ডস্কেপ শট নিতে চেয়েছিলেন। আর শাহরুখ চেষ্টা করছিলেন পরিচালকের সেই কাজে সাহায্য করতে। সেই মুহূর্তে ছবিটা ধারণ করা হয়েছিল। যা বহুদিন পর সামনে এলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আশুতোষ গোয়ারিকরের প্রোডাকশনের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ছবিটি প্রথমে পোস্ট দেয়া হয়। তারা সেখানে লেখেন, এনথুজিয়াস্টিক শাহরুখ ও আশুতোষ গোয়ারিকর! স্বদেশে একটি দৃশ্যের শুটিংয়ের জন্য কলাকুশলীদের কঠিন জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেই যাত্রায় খুশি হয়ে শাহরুখ খানও অংশ নিয়েছিলেন। তিনিও ক্যামেরা হাতে পরিচালককে শুটিং করতে ব্যস্ত হয়ে পড়েন। সব দেশ সিনেমাটি স্বদেশ মোহন নামে এক ব্যক্তির গল্প নিয়ে তৈরি। সেই চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মোহন আমেরিকায় একটি প্রোজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করেন। তিনি তার ধাত্রী মাকে খুঁজতে দেশে ফিরে এসে দেশের প্রতি ভালোবাসাকে খুঁজে পান। ২০০৪ সালের সফলতম সিনেমা ছিল স্বদেশ। সিনেমাটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। আর/০৮:১৪/০৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VKQzcO
May 04, 2019 at 04:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন