ঢাকা, ২৯ মে- প্রস্তুতি ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। কার্ডিফে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। টসে হেরে আগে ব্যাটিং করে ভারতের ছুড়ে দেওয়া ৩৬০ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ২৬৪ রানে। সর্বোচ্চ ৯০ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এছাড়া লিটন দাস করেছেন ৭৩ রান। ভারতের হয়ে চাহাল ৩টি ও কুলদিপ যাদব ৩টি করে উইকেট পেয়েছেন। ভারতের ছুড়ে দেওয়া পাহাড়সম টার্গেটের জবাবে টাইগারদের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন তামিম ও লিটন জুটি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন সৌম্য সরকার। প্রথম ওভারেই হাকিয়েছেন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। এরপরও দূর্দান্ত গতিতেই এগিয়ে যাচ্ছিল এই জুটি। তবে ইনিংসের ১০ম ওভারে এসে প্রথমে সৌম্য ও পরে সাকিবকে ফেরান বুমরাহ। সৌম্য কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আর সাকিব ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন। কিন্তু সাকিব-সৌম্য ফিরলেও দারুণ এক ফিফটিতে মুশফিককে সঙ্গে নিয়ে দারুণ গতিতেই এগোচ্ছিলেন লিটন। তবে ইনিংসের ৩১তম ওভারে এসেই হঠাৎ বুকে বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এই ব্যাটসম্যান। এরপর কিছুটা বিরতি নিয়ে ফের ব্যাটিংয়ে ফিরলে মনোযোগ হারিয়ে ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে ধোনির স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সেঞ্চুরির সুযোগ মিস করেন এই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে ৯০ বলে ৭৩ রানের এক ইনিংস উপহার দিয়েছিলেন লিটন দাস। তার বিদায়ের পর ক্রিজে ব্যাট করতে এসে রানের খাতা না খুলেই ফিরে যান মিঠুন। এরপর পরপর তিন উইকেট হারায় বাংলাদেশ। ৯০ রান করে মুশফিকের বিদায়ের পর রানের খাতা না খুলেই ফেরেন মোসাদ্দেক। সাব্বিরও জাদেজার শিকার হন ৭ রান করেই। এর আগে কার্ডিফে রোদ বৃষ্টির লুকোচুরির দিনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই বল পেরোতেই বৃষ্টিতে খেলা বন্ধ করে দিতে হয়। তবে একটু বিরতি দিয়ে আবারও শুরু হয় ম্যাচ। আর নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পান মোস্তাফিজুর রহমান। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন কাটার মাস্টার। এরপর দ্বিতীয় উইকেটে মাটি কামড়ে ব্যাটিং শুরু করেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। ১৪তম ওভারে এসে তাদের ৪৫ রানের জুটিটি ভাঙেন রুবেল হোসেন। টাইগার পেসারের দুর্দান্ত এক ডেলিভারি ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে দেয় রোহিতের। ভারতীয় ওপেনার তখন ১৯ রানে। তারপর কোহলি বোল্ড সাইফউদ্দিনের বলে। আর রুবেলের দ্বিতীয় শিকার হয়ে ২ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বিজয় শঙ্কর। ১০২ রানেই ভারত হারায় ৪ উইকেট। তবে এরপরের গল্পটা কেবল ধোনি ও রাহুলের। বিধ্বংসী এক সেঞ্চুরি হাকিয়ে রাহুল ফিরে গেলেও এক প্রান্ত থেকে ঝড় তুলেই ফেরেন ধোনি। মাত্র ৭৮ বলে ৭ ছক্কা ও ৮ চারের মারে ১১৩ রান করে ফেরেন তিনি। রাহুল করেছেন ৯৯ বলে ১০৮ রান। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন সাকিব ও রুবেল হোসেন। সূত্র: জাগো নিউজ২৪ এনইউ / ২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YUjLfo
May 28, 2019 at 08:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top