দলের সেরা তারকা সালাহ নেই, গোল মেশিন ফিরিমিনো নেই, ছিলেন না দুর্দান্ত খেলা কেইটাও তবুও যেভাবে অ্যানফিল্ডে বার্সেলোনাকে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে লিভারপুল, সেটা হার মানায় রূপকথার গল্পকেও । অথচ প্রথম লেগের খেলায় ৩-০ গোলে হেরে পিছিয়ে ছিল লিভারপুল! ন্যু ক্যাম্পে প্রথম লেগের খেলায় বড় ব্যবধানে জয়ের কারণে বার্সার ফাইনালে যাওয়া অনেকে নিশ্চিত ধরে রেখেছিল। সালাহ-ফিরিমিনোবিহীন ম্যাচে লিভারপুল আজ রাতে এভাবে ঘুরে দাঁড়াবে কেউ স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিলেন ক্লপের শিষ্যরা। এদিন নিস্প্রভ ছিলেন মেসি। প্রথম লেগের খেলায় জোড়া গোল করলেও এই ম্যাচে গোলেরই দেখা পাননি বার্সা সুপারস্টার মেসি। এদিকে ম্যাচের প্রথম থেকেই রাজ করতে থাকে লিভারপুল। সাত মিনিটেই দুর্দান্ত দক্ষতায় গোল করে অ্যানফিল্ডে আনন্দের বন্য বইয়ে দেন অরিগি। এই যে শুরু আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চার-চারটি গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বিদায় করে দেন অথিতিদের। এই ম্যাচে জোড়া গোল করেন অরিগি ও ভেইনালডাম। সাত মিনিটের মাথায় প্রথম ও ৭৯ মিনিটের মাথায় শেষ গোলটি করেন অরিগি। মাঝে ৫৪ ও ৫৬ মিনিটে দুই গোল করেন ভেইনালডাম। বল দখলে মেসিরা এগিয়ে থাকলেও আক্রমণে রাজত্ব ছিল রেড ডেভিলদের। ম্যাচের ৫৮ শতাংশ সময় বল ছিল মেসিদের পায়ে। কিন্তু কাজে লাগাতে পারেননি তারা। অন্যদিকে বার্সার গোলবার লক্ষ্য করে ২০টি শট নেয় লিভারপুল। তারমধ্যে সাতটি শট নেয় অন-টার্গেটে। ভালভার্দের শিষ্যদের হতাশ করে চারটিই জড়ায় বার্সার জালে। আয়াক্স ও টটেনহামের মুখোমুখি খেলায় জয় দলের বিপক্ষে ফাইনালে লড়বে লিভারপুল। প্রথম লেগের খেলায় আয়াক্স এগিয়ে আছে ১-০ গোলে। আর/০৮:১৪/০৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Vn9Cuj
May 08, 2019 at 03:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top