কলকাতা, ০৮ মে- জয় শ্রী রাম স্লোগান বিতর্কে গেরুয়া শিবিরের রোষে পড়েছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে মঙ্গলবার মমতা স্পষ্ট করে দেন, তুমি বললেই মানতে হবে? বাংলার মাটিতে সব ধর্ম, ঠাকুর এবং সংস্কৃতিকে মানা হয়। মরে গেলেও বিজেপির স্লোগান মুখ দিয়ে বেরোবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার দুর্যোধন ও রাবণের সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের প্রচারে জনসভা থেকে মমতার তোপ, বাংলায় এসেই মোদি বলে মমতার দল তোলাবাজ। শুনলে আমার ওনাকে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়, গোটা জীবন লড়াই করেছি। পা থেকে মাথা পর্যন্ত সিপিএমর হাতে আক্রান্ত। এরপর নরেন্দ্র মোদি এসে তোলাবাজ বললে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে। প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সরকারের উদ্দেশে তার তোপ, দাঙ্গা লাগানো ছাড়া তো ওদের কোনও কাজ নেই। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি। শুধু খুন করেছে। আর/০৮:১৪/০৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JloVMV
May 08, 2019 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top