খুলনা, ১৪ মে- শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী পাকিস্তানকে হারায় টাইগাররা। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে মফিজুল ইসলাম রবিন ও আইচ মোল্লা হাফসেঞ্চুরি করেন। রবিন করেন ৬৯ রান। তার ১০২ বলের ইনিংসটি ছিল ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো। ৫৬ বলে ৫২ রান করা আইচের ইনিংসটি ছিল ২টি চার ও ৩টি ছক্কায় সাজানো। এছাড়া মাহফুজুর রহমান রাব্বি অপরাজিত ৪৪, অধিনায়ক রিহাদ খান ৩২ ও সাকিব শাহরিয়ার ২৪ রান করেন। পাকিস্তানের আসির মুঘল ও আলিয়ান মেহমুদ দুটি করে উইকেট শিকার করেন। ২৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে শুভ সূচনা করে পাকিস্তান। তবে টাইগারদের বোলিং তোপে ২৫ রান করা হাসিবউল্লাহর বিদায়ের পর সামির সাকিবের (৫৫) সাথে দলের বিপর্যয় প্রতিরোধ করেন মোহাম্মদ ওয়াকাস (৩৮), উমার ইমান (৩৪) ও কাশিফ আলী (২৯)। স্বাগতিকদের পক্ষে মাহফুজুর রহমান রাব্বি তিনটি এবং আশিকুর রহমান দুটি উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রান করতে সমর্থ হয় পাকিস্তান। এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল: ৫০ ওভারে ২৫৯/৭ (রবিন ৬৯, আইচ ৫২, মুঘল ৪০/২, মেহমুদ ৫৩/২)। পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল: ৫০ ওভারে ২৪২/৯ (সামির ৫৫, ওয়াকাস ৩৮, রাব্বি ৫০/৩, আশিকুর ৩৯/২)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ১৭ রানে জয়ী সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JBMLUF
May 14, 2019 at 09:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন