সম্প্রতি লাইভমিন্টে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। যাতে তিনি বিশ্বকাপের চেয়ে আইপিএলকে সেরা বলে অ্যাখ্যা দেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠ মাতানো এবি ডি ভিলিয়ার্স ওই সাক্ষাৎকারে বলেন, সত্যি বলতে কোনকিছুই আইপিএলের ধারে কাছে আসে না। আমি জানি আমি ভারতে বসে আছি তাই হয়তো এটা বলা আমার জন্য বেশ সহজ। আমি পৃথিবী জুড়ে অনেক টুর্নামেন্ট খেলেছি। আমি বলতে পারি এটা বিশ্বকাপের তুলনায়ও ভালো। প্রসঙ্গত, গেল বছর জাতীয় দলের জার্সি জমা দেওয়ার পর এবি ডি ভিলিয়ার্স প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছিলেন কোনরকম প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে অংশ নিবেন না। কিন্তু পরবর্তীতে সে সিদ্ধান্ত থেকে ঠিকই সরে আসেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান জনপ্রিয় লিগগুলো খেলে বেড়াচ্ছেন। এমএ/ ০৩:২২/ ০৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PNThZx
May 04, 2019 at 09:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন