ত্রিদেশীয় সিরিজ খেলতে এখন আয়ারল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। তাতে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ড। আগেই জানিয়ে দেয়া হয়েছিল সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি। তবে টেলিভিশন সত্ব ও আয়োজক দেশের সুবিধা-অসুবিধা বিবেচনায় ম্যাচের নির্ধারিত সময় জানানো হয়নি। অবশেষে ম্যাচ শুরুর সময় জানা গেল। রোববার আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি। আর ৭ মে ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে (স্থানীয় সময় বেলা ১০.৪৫ মিনিট)। প্রতিটি ম্যাচ দিনে শুরু হবে বিধায় ফ্লাডলাইটের কোনো ঝামেলা থাকবে না। আগামী ৫ মে শুরু হয়ে তিন জাতি সিরিজ শেষ হবে ১৭ তারিখ। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি চ্যানেল গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিও সরাসরি ত্রিদেশীয় সিরিজ সম্প্রচার করবে। আরো যেসব চ্যানেল টুর্নামেন্টটি সম্প্রচার করবে : বিটি স্পোর্টস যুক্তরাজ্য। ফক্স স্পোর্টস ও সেভেন নেওয়ার্ক অস্ট্রেলিয়া। সুপার স্পোর্টস দক্ষিণ আফ্রিকা। এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক ও সিবিএন কানাডা। উইলো টিভি যুক্তরাষ্ট্র। ইএসপিএন ক্যারিবিয়ান ওয়েস্ট ইন্ডিজ। ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি মধ্যপ্রাচ্য। টেন স্পোর্টস পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি ৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড ১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড ১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড ১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ১৭ মে: ফাইনাল, মালাহাইড এমএ/ ০৩:৩৩/ ০৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2vAIPeN
May 04, 2019 at 09:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন