কলকাতা, ০৪ মে- ৭ দিন ধরে চিন্তা ছিল। শুক্রবার মধ্য রাতে বাংলায় আঘাত হানার পর শনিবার সকালে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফণীর প্রভাবে রাজ্যের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে আগে থেকে দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার কারণে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি। ফণীর প্রভাবে রাজ্যের ক্ষতি হয়েছে। এদিন সকালে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যে ১২ টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ৮২৫ টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। এইসব ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি। বেশ কিছু জায়গায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বড় দুর্যোগ কাটলেও, দুর্যোগের রেশ রয়ে গিয়েছে। খড়গপুর থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘা-মন্দারমনির পরিস্থিতির উন্নতি হয়েছে। এমএ/ ০৩:২২/ ০৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VcdZs2
May 04, 2019 at 09:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন