কলকাতা, ২৯ মে- ঘর ছাড়াদের ঘরে ফেরাতে বৃহস্পতিবার নৈহাটি যাবেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল নৈহাটি পুরসভার সামনে রয়েছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি৷ ঘর ছাড়াদের ঘরে ফেরানো দাবিতে দুপুরে হবে অবস্থান বিক্ষোভ৷ তাতেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের পর ও ফল পরবর্তী সময় উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল৷ বারাকপুর লোকসভা দখল করেছে বিজেপি৷ ভাটপাড়া উপনির্বাচনেও হার তৃণমূলের৷ বাজিমাত করেছেন বারাকপুরের গেরুয়া শিবিরের জয়ী প্রার্থী অর্জুন সিং পুত্র পবণ৷ তারপরই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ রাতারাতি বহু ক্লাব জোডা়ফুল থেকে পদ্মফুল শিবিরে নাম লেখায়৷ অভিযোগ বিজেপি আশ্রিত গুণ্ডাদের তাণ্ডবেই এই সংঘর্ষ৷ ভোটের ফলাফল প্রকাশের পরপরই দেখা যায়, আগ্নিগর্ভ হয়ে ওঠে নৈহাটি৷ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, বাইকে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে৷ গোটা বিধানসভায় প্রায় ৪০০ তৃণমূল কর্মী ঘর ছাডা় বলে দাবি বিধায়ক পার্থ ভৌমিকের৷ টিটাগড়, কাঁকিনাড়াতেও ঘটে একই ঘটনা৷ শাসক দলের বহু কর্মী, সমর্থক ঘর ছাডা় হয়ে পড়েন৷ প্রাণের ভয় অন্যত্র গিয়ে বসবাস করতে হচ্ছে তাদের৷ এনইউ / ২৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2I3nYGz
May 29, 2019 at 01:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন