লন্ডন, ০৯ জুন- ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে অজিদের নেটে ফিরে এল ফিল হিউজের স্মৃতি। ভারতীয় বংশোদ্ভূত বোলারের মাথায় এসে লাগল ডেভিড ওয়ার্নারের জোরালো শট। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অনুশীলনের এক পর্যায়ে ওয়ার্নারকে হাফ ভলি ডেলিভারি দেন ওই বোলার। অস্ট্রেলিয়ান ওপেনার সোজা ব্যাটে খেলেন। তার শট সরাসরি আঘাত হানে বোলারের মাথায়। মুহূর্তেই জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন ওই বোলার। দ্রুতই মাঠে ছুটে আসে অস্ট্রেলিয়া ও সারে মেডিকেল স্টাফ। প্রাথমিক চিকিৎসা শেষে মেডিক্যাবে করে তাকে হাসপাতালে নেয়া হয়। হেরাল্ড সানের ক্রিকেট রিপোর্টার স্যাম ল্যান্ডসবার্গার জানান, প্রায় ১২ মিনিট প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ওই নেট বোলারকে। এসময় অস্ট্রেলিয়া ক্রিকেট দল অনুশীলন বন্ধ রাখে। ওয়ার্নার খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তবে সহকারী কোচ রিকিং পন্টিং আশ্বাস্ত করেন ওয়ার্নারকে। স্থানীয় নেট বোলারের নাম জয় কিষাণ। তার অবস্থা আশঙ্কামুক্ত। বলের আঘাতে ক্রিকেট মাঠে মৃত্যু নতুন কিছু নয়। তালিকাটা বেশ দীর্ঘ। অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ, ভারতের রমন লাম্বা, দক্ষিণ আফ্রিকার ড্যারেন রেনডল, পাকিস্তানের ওয়াসিম রাজা-জুলফিকার ভাট্টি-আবদুল আজিজ, ইংল্যান্ডের রিচার্ড বিউমন্ট-ইয়ান ফলি-উইলফ স্ল্যাক-অ্যান্ডি ডুকাট ও জর্জ সামার। অ্যালকিন জেনকিংস নামের একজন আম্পায়ারও মারা গেছেন বলের আঘাতে। সূত্র: বিডি প্রতিদিন আর/০৮:১৪/০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZeY4GQ
June 09, 2019 at 06:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top