লন্ডন, ০৯ জুন- বিশ্বকাপে জেসন রয়ের দাপুটে সেঞ্চুরিতে কার্ডিফে ১০৬ রানে হেরে গেল বাংলাদেশ। কাজে এলো না সাকিবের দুরন্ত ১২১। টাইগারদের থামিয়েছে আর্চার-স্টোকসের বোলিং। শনিবার কার্ডিফে ব্যাটে-বলে বাংলাদেশকে টেক্কা দিল এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট আয়োজক ইংল্যান্ড। জেসন রয়ের ১৫৩ রানের সৌজন্যে এদিন প্রথমে ব্যাট করে ৩৮৬ রান তোলে। পরে বাংলাদেশ ২৮০ রান করে। ম্যাচে ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন আর্চার এবং বেন স্টোকস। তবে এদিন এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকলেন কার্ডিফের দর্শকরা। নিজের দ্বিতীয় ওভারেই সৌম্য সরকারের স্ট্যাম্প ছিটকে দেন আর্চার। কিন্তু দেখা যায় বল স্ট্যাম্পে লেগে সোজা বাউন্ডারির ওপারে গিয়ে পড়ে। তার বলের গতি কতটা, তা এই স্ট্যাম্পে লেগে ছক্কা-র ঘটনাতেই আন্দাজ করা যায়। Have you ever seen a ball go for six after hitting the stumps? 👀#WeAreEngland #CWC19 pic.twitter.com/nL2SToZ8iC ICC (@ICC) June 8, 2019 আর/০৮:১৪/০৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2It9fVD
June 09, 2019 at 06:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন