লন্ডন, ০৯ জুন- কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে খুনে ব্যাটিংয়ে ১২১ বলে ১৪ চার ও পাঁচ ছক্কায় ১৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে বড় ব্যবধানে জয় তুলে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেসন রয়। এই রান করার পথে ব্যাট হাতে শুধু বোলারদেরই তছনছ করেননি, জেসন রয় রীতিমতো অপদস্থ করে ছেড়েছেন ক্যারিবিয়ান আম্পায়ার জোয়েল উইলসনকেও। ম্যাচের ২৭তম ওভারে বল করছিলেন মোস্তাফিজুর রহমান। জেসন রয় তখন সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে। ওভারের পঞ্চম বলে রান নেওয়ার সময়ে বলের দিকে নজর রেখে দৌঁড়ছিলেন রয়। সামনে থাকা আম্পায়ারের দিকে আর নজর পড়েনি তার। এতেই কুপোকাত আম্পায়ার। রয় ধাক্কা দিয়ে বসেন আম্পায়ারকে। আর আচমকা ধাক্কা খেয়ে আম্পায়ার উইলসন মাটিতে পড়ে যান। তবে ধাক্কা দেওয়ার পর রয় চেষ্টা করেছিলেন টেনে ধরে রাখার। কিন্তু শরীরের ভার সামলাতে পারেননি আম্পায়ার। আর সেই বলটিও ফিল্ডিং মিসের কারণে বাউন্ডারি পেরিয়ে যায়। আর বিশ্বকাপে প্রথমবারের মতো সেঞ্চুরি করেন রয়। যদিও এই ধাক্কায় কেউই আহত হননি। বরং উঠে দাঁড়ানোর সময়ে উইলসনের স্মিত হাসি ছুড়ে দেন জেসন রয়কে। আর মাঠের মধ্যে এই ঘটনায় রীতিমতো হেসে খুন ড্রেসিংরুমে বসে থাকা বেন স্টোকস, ইয়ন মর্গ্যানরা। সূত্র: বিডি প্রতিদিন আর এস/ ০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2I3Yjis
June 09, 2019 at 06:51AM
09 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top