তাকে বলা হয়ে থাকে ক্লে কোর্টের রাজা। এই কোর্টে তাকে হারানোর সাধ্য খুব কম খেলোয়াড়েরই আছে। আজ আবার সেটি প্রমাণ করলেন রাফায়েল নাদাল। চিরপ্রতিদ্বন্দী রজার ফেদেরারকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছালেন তিনি। এ নিয়ে ১৫টি আসরের মধ্যে ১২টিতেই ফাইনালে খেলবেন এই স্প্যানিশ তারকা। আজ (শুক্রবার) ফ্রান্সের প্যারিসে আসরের প্রথম সেমিফাইনালে ফেদেরারকে ৬-৩, ৬-৪, ৬-২ ব্যবধানে সরাসরি সেটে হারান নাদাল। ফাইনালে তার মুখোমুখি হবেন নোভাক জোকভিচ ও ডমিনিক টিমের মধ্যে বিজয়ী খেলোয়াড়। ২০০৫ সাল থেকে অভিষেকের পর ১১টি ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন নাদাল। আজ পর্যন্ত তার থেকে এতো বেশি ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পারেননি কেউ। তাই জোকভিচ বা ডমিনিকের মধ্যে যেই জিতুক না কে কেন, ফাইনালে নাদালকে ফেবারিট মেনেই তাকে নামতে হবে। আগামী ৯ জুন রোঁলা গারোঁতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল অনুষ্ঠিত হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/31gtGxJ
June 08, 2019 at 04:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top