ইসলামাবাদ, ২১ জুন- অস্ট্রেলিয়ার মতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সমানে সমানে লড়াই করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের অপরিচিত কন্ডিশনে টাইগারদের অসামাণ্য লড়াইয়ে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। টাইগারদের প্রশংসা করে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড টুইটারে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বোলার শোয়েব আখতার বলেন, বাংলাদেশ ক্রিকেট দল আরও একটি দারুণ ম্যাচ খেলেছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে বল করে রেকর্ড গড়া শোয়েব আখতার আরও বলেন, মাশরাফিরা বোলিংয়ের সময়ে যদি শেষ কয়েক ওভারে অতিরিক্ত রান না দিত তাহলে অস্ট্রেলিয়া ৩৮১ রান করতে পারত না। শেষ দিকে তাদের বাজে বোলিংয়ের কারণে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। অসম্ভব টার্গেট তাড়া করতে নেমেও টাইগারারা দারুণ ব্যাটিং করেছে। বড় দলের মতোই লড়াই করেছে। বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অসিদের বিপক্ষে ৩৮২ রানের পাহাড় ডিঙাতে নেমে বুক চিতিয়ে লড়াই করেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৩৩ রানের পাহাড় গড়তে সক্ষম হয় বাংলাদেশ। তবে সামর্থের চেয়ে লক্ষ্য বড় হওয়ায় লড়াই করেও পরাজয় এড়াতে পারেনি টাইগাররা। ৪৮ রানের জয়ে ১০ পয়েন্ট নিয়ে এবারের বিশ্বকাপের টেবিলের শীর্ষে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এনইউ / ২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KvcLCi
June 21, 2019 at 05:28AM
21 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top