লন্ডন, ২১ জুন- এবারের বিশ্বকাপের ক্রিকেট উদ্দীপনার পুরস্কার বাংলাদেশের হাতে দেখতে চান দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ ইচ্ছা পোষণ করেন। বৃহস্পতিবার নটিংহ্যামে ৩৮৩ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে শেষ পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নিজেদের দলীয় সর্বোচ্চ ৩৩৩ রানের রেকর্ড গড়ে মাঠ ছাড়েন টাইগাররা। আমলাকে বিমুগ্ধ করেছে বাংলাদেশের লড়াকু মনোভাব। ম্যাচশেষে মুশফিক-সাকিবদের প্রশংসায় ভেজান তিনি। এই প্রোটিয়া লেখেন, দারুণ খেলেছে বাংলাদেশ। তাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্দীপনার পুরস্কার দেয়া উচিত। শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াইয়ের অসাধারণ প্রচেষ্টা দেখিয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। এতে টাইগারদের সেমিফাইনালে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। হাতে থাকা বাকি তিন ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। পাশাপাশি নজর রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলের ওপর। এনইউ / ২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2L5xJr0
June 21, 2019 at 05:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top