ঢাকা, ০৮ জুলাই- ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের নতুন সিনেমা মানেই নতুন আলোচনা। গেল ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত পাসওয়ার্ড সিনেমাটি। সপ্তাহের পর সপ্তাহ জুড়ে হল মাতিয়েছেে এটি। এবার নতুন পালক যোগ হলো সিনেমাটির সঙ্গে। কোটি ভিউয়ের মাইল ফলক ছুঁয়ে দিলো এই সিনেমার ঈদ মোবারক শিরোনামের গানটি। গেল ৩১ মে শাকিব খানের নিজের ইউটিউব চ্যানেল শাকিব খান অফিসিয়াল এ প্রকাশ করা হয় গানটি। যা ৩৬ দিনে কোটি ভিউ পার করেছে। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীত করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। এই গানের সাফল্যে বেশ উচ্ছ্বসিত শাকিব খান। রোববার নিজের ফেসবুক পেজে গানটি শেয়ার দিয়ে শাকিব লিখেছেন, এতো অল্প সময়ে এতো ভালোবাসা সত্যিই অমূল্য। মাত্র ৩৬ দিনে এক কোটি মানুষের ভালোবাসা পেয়েছে পাসওয়ার্ড সিনেমার ঈদ মোবারক গানটি। গেল বছর নিজের জন্মদিনে (২৮ মার্চ) শাকিব খান অফিসিয়াল নামের একটি ইউটিউব চ্যানেল খোলেন শাকিব খান। বঙ্গবিডি থেকে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি প্রকাশ করা হয়। গত জুন মাসে ইউটিউবারদের প্রথম স্বীকৃতি সিলভার বাটন পেয়েছে চ্যানেলটি। ঈদে মুক্তি পাওয়া পাসওয়ার্ড ছবির ঈদ মোবারক গানটি গতকাল (৭ জুন) এক কোটি ভিউ অতিক্রম করে। গানটিতে ছিলেন শাকিব খান, ইমন ও বুবলী। ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খান ও মো. ইকবাল। এদিকে শাকিব খান নতুন চারটি ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছেন। এগুলো হলো- বীর, পাসওয়ার্ড ২, ফাইটার ও প্রিয়তমা। নির্মাণ করবেন কাজী হায়াত, মালেক আফসারী, বদিউল আলম খোকন ও হিমেল আশরাফ। এরমধ্যে বীর কাজী হায়াতের ৫০তম ছবি। আগামী ১৫ জুলাই থেকে ছবিটির কাজ শুরু হচ্ছে। আর/০৮:১৪/০৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L7AZTw
July 08, 2019 at 09:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন