মুম্বাই, ২৬ জুলাই - আপনি জিমে যান। অভিনেত্রী অঞ্জলি আনন্দকে মোটা বলে বর্ণনা করে সোশ্যাল মিডিয়ায় সরাসরি এই কথাগুলো লিখেছেন এক নেটিজেন। তাঁকে সপাটে পাল্টা উত্তর দিলেন জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ঢাই কিলো প্রেম-এর তারকা অঞ্জলি। লিখেছেন, আপনাকে আপনার নিজের জায়গাটা চেনানো প্রয়োজন। বডি শেমিং ঘিরে দুজনের উত্তপ্ত কথোপকথনের স্ক্রিন শট নিজের প্রোফাইলে শেয়ার করেছেন অঞ্জলি। সেখানে দেখা যাচ্ছে, ব্যক্তিগত মেসেজে এক মহিলা অঞ্জলিকে বলেছেন, তিনি মোটা। তাই তাঁর প্রয়োজন জিমে যাওয়া। দীর্ঘ সংলাপের পরে অঞ্জলি ওই মহিলাকে ব্যঙ্গ করে বলেছেন, তাঁর মনে হয়েছিল দুজনের মধ্যে কথা, পাল্টা কথা আকর্ষণীয় হবে। কিন্তু ওই নেটিজেন বারবার একই জিনিস বলে তাঁকে বোর করে দিয়েছেন। বক্তব্য অঞ্জলির। ওয়েব সিরিজ আনট্যাগ এবং হিন্দি মেগা সিরিয়াল কুলফিকুমার বাজেওয়ালা-রও অভিনেত্রী ছিলেন অঞ্জলি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। বিভিন্ন বিষয়ে পোস্ট শেয়ার করেন। পাশাপাশি, তাঁর ফলোয়ারদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন দ্রুত। ট্রোলিং-এর শিকার হয়েও মেজাজ হারান না। বরং, যাঁরা ট্রোলড হন, তাঁদের জন্যেও মেসেজ রেখে যান। কী ভাবে ট্রোলিং-এর মোকাবিলা করবেন, পরামর্শ দেন তা নিয়ে। অঞ্জলির কথায়, যাঁরা ট্রোল করেন, তাঁদের ক্ষমা আর ভালবাসা দিয়ে ভরিয়ে দিন। ইনস্টাগ্রামে একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন অঞ্জলি। সেখানে লিখেছেন, তিনি ভাবতেও পারেননি একদিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তিনি সঠিক দিশা দেখাবেন। অথবা, যাঁরা হিংসা ছড়াচ্ছেন, তাঁদের সে বিষয়ে সতর্ক করবেন। যাঁরা ট্রোল করেন, তাঁদের প্রতি কোনও সহমর্মিতা নেই অঞ্জলির। তাঁর কথায়, যাঁরা ট্রোল করেন, তাঁদের কথার প্রতিবাদ করুন। চুপ করে থাকবেন না। কারণ, যাঁকে ট্রোল করা হচ্ছে সমস্যা তাঁকে নিয়ে নয়। যাঁরা ট্রোল করছেন, সমস্যাটা বরং তাঁদের নিয়ে। এন এইচ, ২৬ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Gtit3W
July 26, 2019 at 11:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top