কলম্বো, ২৬ জুলাই- ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা শিবিরে প্রথম আঘাত হেনেছেন পেসার শফিউল ইসলাম। প্রায় তিন বছর পরে দলে ফিরে লংকান ওপেনার আভিস্কা ফার্নান্দোকে ফেরান তিনি। দারুণ এক বলে লংকান ওপেনার স্লিপে ক্যাচ দেন। শ্রীলংকা ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৫ রানে ব্যাট করছে। আভিস্কা ৭ রান করে আউট হয়েছেন। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১৭ রান করে ব্যাট করছেন। তার সঙ্গে থাকা উইকেটরক্ষক কুশল পেরেরা খেলছেন ১০ রানে। লাসিথ মালিঙ্গা ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে তিনি খেলেছেন ১৪ ওয়ানডে। হারের স্বাদ পেয়েছেন মাত্র তিনবার। তবে এবার জয় নিয়ে মাঠ ছাড়তে হলে বুড়ো মালিঙ্গাকেই নিতে হবে বড় দায়িত্ব। বাংলাদেশ দলও মালিঙ্গাকে সমীহ করে খেলবে। নেতৃত্বের অভিষেক হওয়া তামিমে ভর করে লংকানদের বিরুদ্ধে প্রথম সিরিজ জিততে চায় বাংলাদেশ। তামিম বিশ্বকাপে ভালো করতে পারেননি। আট ম্যাচ খেলে ফিফটি করেন মাত্র একটি। শ্রীলংকা সফর দিয়ে আবার তিনি ফর্মে ফিরতে মুখিয়ে আছেন। দাঁড়িয়ে আছেন নতুন এক মাইলফলকের সামনেও। ১২৯ রান করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রান হবে তামিমের। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, শাফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। শ্রীলংকা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুলশ মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা। এমএ/ ০৩:৫৫/ ২৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MhNhbI
July 26, 2019 at 11:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন