মুম্বাই, ১৫ জুলাই- করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার টু-তে অভিনয় করে বলিউডে পা রেখেছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। তারপর থেকে তাঁ সময়টা বেশ ভালোই যাচ্ছে বলা যায়। সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের বিরুদ্ধে যে ভাবে রুখে দাঁড়িয়েছেন তিনি সেটাও যথেষ্ট সম্মান পাওয়ার। ভারতের এই সময় পত্রিকার খবরে বলা হয়, এবার ঈশান খাট্টারের সঙ্গে আলি আব্বাস জাফরের আগামী ছবিতে অভিনয় করতে চলেছেন অনন্যা। যদিও অফিশিয়ালি ছবির নির্মাতারা এখনও এ নিয়ে মুখ খোলেননি। ছবিটির পরিচালক হতে চলেছেন বরুণ শর্মা। তবে এটিই বলিউডে প্রথম আলি আব্বাস জাফরের প্রযোজিত ছবি হতে চলেছে। ইরানি পরিচালক মাজিদ মাজিদির বেয়ন্ড দ্য ক্লাউডস ও শশাঙ্ক খৈতানের সঙ্গে শ্রীদেবী-কন্যা জাহ্নবীর বিপরীতে ধড়ক-এ কাজ করে এখন বলিউডের জনপ্রিয় মুখ ঈশান। তার অভিনয়, নাচ এবং লুকস ইতোমধ্যেই দর্শকের নজর কেড়েছে। এবার বলিউডের তাবড় পরিচালকদের নজরেও পড়তে শুরু করে দিলেন শহিদ কাপুরের ভাই ঈশান। সম্প্রতি ঈশান বিশাল ভরদ্বাজের সঙ্গে সালমান রুশদির মিডনাইটস চিল্ড্রেন-এ অভিনয় করবেন বলে শোনা গিয়েছিল। এবার গুঞ্জন আলি আব্বাস জাফরের নতুন রোম্যান্টিক ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে তাকে। এ বছরের শেষেই শুরু হবে শুটিং। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। এমএ/ ০১:০০/ ১৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2jYSDwG
July 15, 2019 at 09:07AM
15 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top