সম্প্রতি ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এডেন হ্যাজার্ড। কিন্তু রিয়ালে অভিষেকটা স্মরণীয় হলো না বেলজিয়াম সুপারস্টারের। হ্যাজার্ডের অভিষেক ম্যাচে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরে গেছে লস ব্লাঙ্কোসরা। দুটি দলই নতুন করে নেওয়া খেলোয়াড়দের মাঠে নামিয়েছে। তাতে সাফল্যের দেখা পেয়েছে শুধুই বায়ার্ন। এমনকি পূর্ণ শক্তির দল নিয়েও ব্যর্থ হয়েছে রিয়াল। ম্যাচের ১৫ মিনিটে গোল হজম করে তারা। বায়ার্নকে এগিয়ে নেন তলিসো। তার আগে অবশ্য দুটি চমৎকার গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। যার একটিতে বাধা হয়েছিলেন বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। আরেকটি সুযোগ নিজেই নষ্ট করেন করিম বেনজামা। দ্বিতীয়ার্ধে আরও ৫টি পরিবর্তন এনে আক্রমণে আরও ধার বাড়ায় বায়ার্ন। সেখান থেকে দুই বদলি খেলোয়াড়ের ওপর ভর করেই জয়ের দেখা পায় তারা। ৬৭ মিনিটে একটি গোল করেন রবের্ত লেভানদোস্কি, ৬৯ মিনিটে নাবরি পরে ব্যবধান বাড়িয়ে নেন আরও। ৮৪ মিনিটে অবশেষে একটি সান্ত্বনা সূচক গোল পায় রিয়াল। গোলটি করেন রদ্রিগো। তার আগে অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান বায়ার্নের বদলি গোলকিপার উলরাইখ। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JSOeV1
July 21, 2019 at 10:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top