ঢাকা, ২১ জুলাই- দিন কয়েক আগেই তার হাত ধরে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। এই বিশ্বজয়ী অধিনায়ককে এবার দলে ভেড়ানোর সুখবর দিল ঢাকা ডায়নামাইটস। বিপিএলের আসন্ন আসরে প্রথমবারের মতো খেলতে আসছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। আজ (রোববার) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ডায়নামাইটস ফ্রাঞ্চাইজি। ঢাকা ডায়নাইমাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম বলেন, সীমিত ওভারের ক্রিকেটে অসামান্য অভিজ্ঞতা বিবেচনায় আসন্ন বিপিএলের জন্য আমরা মরগানকে চুক্তিবদ্ধ করেছি। আশা করছি তিনি পুরো মৌসুমেই খেলতে পারবেন। চলতি বছরের ডিসেম্বরে প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। সেই আসরকে সামনে রেখে প্রতিটি দল সরাসরি দুজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে। ঢাকা ডায়নামাইটসে মরগান এই দুজনের মধ্যে প্রথম খেলোয়াড়। তবে মরগান দলে আসার পর নতুন আরেক দুশ্চিন্তা পেয়ে বসেছে ঢাকা ডায়নামাইটসকে। ইংলিশ দলপতি দুর্দান্ত নেতৃত্বে সদ্যই বিশ্বকাপ জিতিয়েছেন। এদিকে, ঢাকা ডায়নামাইটসে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি কিনা অধিনায়ক হিসেবেই দায়িত্ব পালন করেন। ওবায়েদ জানালেন, সামনের মৌসুমে অধিনায়ক কে হবেন সেটি এখনও ঠিক করেননি তারা। বিপিএলে প্রথমবার হলেও ঢাকার ক্রিকেটে একেবারে নতুন মুখ নন মরগান। ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে এসেছিলেন তিনি। এমএ/ ০২:১১/ ২১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xZSwVm
July 21, 2019 at 10:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন