মুম্বাই, ২১ জুলাই- কিছুদিন আগে বলিউডে রটে গিয়েছিল প্রেম ভাঙার খবর। শিরোনামে চলে এসেছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। কিন্তু সেই সব জল্পনায় পানি ঢেলে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন টাইগার ও দিশা। এবং সেই সঙ্গে ফের তারা শিরোনামে। একই গাড়ি থেকে দুই তারকা নেমে আসার পর পাপারাৎজিরা আর থেমে থাকেননি। একের পর এক ছবি তুলতে শুরু করেন তারা। বাঘি ২র দুই অভিনেতা সেই দেখে নিজেদের হাসিও চেপে রাখতে পারেননি। বেশ কয়েকবছর ধরেই খবর একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন টাইগার-দিশা। যদিও সরাসরি কেউই এখনও প্রেমের খবর স্বীকার করেননি। দিশা এদিন পরেছিলেন পাউডার নীল রঙা ড্রেস ও টাইগার ছিলেন একেবারেই ক্যাজুয়ালে। নীল জিন্স ও সাদা টি-শার্টে স্টাইলিস্ট দেখাচ্ছিল টাইগারকে। গত মাস থেকেই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছিল টাইগার-দিশার সম্পর্কের বিচ্ছেদের কথা। যদিও বৃহস্পতিবার তাদের ডিনার ডেট অন্য সমীকরণের কথাই জানান দিল। আর/০৮:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XRbrRs
July 21, 2019 at 10:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top