সিডনি, ৩০ জুলাই- মাতৃভাষা স্মৃতিসৌধের নকশামাতৃভাষা স্মৃতিসৌধের নকশাঅস্ট্রেলিয়ার সিডনিতে আরেকটি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। সিডনির বাঙালিপাড়া খ্যাত লাকেম্বার পিল পার্কে এ স্মৃতিসৌধ নির্মিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে ও ভাষার নিদর্শক হিসেবে নির্মাণ করা হবে স্মৃতিসৌধটি। সিডনিপ্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিডনির ক্যান্টারব্যারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের তত্ত্বাবধানে এই স্মৃতিসৌধের নির্মাণকাজ শুরু হবে। স্মৃতিসৌধটির প্রাথমিক একটি নকশা তৈরি করা হয়েছে। নকশায় একটি বেদি থেকে দুটি হাতের ওপর পৃথিবীকে তুলে ধরে রাখাএমন একটি কাঠামো রয়েছে। পৃথিবীর নকশাটিতে বাংলা ভাষার অক্ষরসহ বিভিন্ন ভাষার অক্ষর রয়েছে। স্মৃতিসৌধের উচ্চতা ও প্রস্থ হবে ২৮ ফুট করে। স্মৃতিসৌধ নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার অস্ট্রেলীয় ডলার। ক্যান্টারব্যারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিল ও দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতায় এই অর্থ সংগ্রহ করা হবে। তহবিল সংগ্রহের জন্য আগামী ১৮ আগস্ট পিল পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া যেকেউ কাউন্সিলের কাছে অনুদান পাঠাতে পারবেন। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে সিডনির অ্যাশফিল্ড পার্কে বাংলাদেশিদের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ নির্মিত হয়। আর/০৮:১৪/৩০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/311P7Se
July 30, 2019 at 04:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top