লন্ডন, ১৫ জুলাই- অসাধারণ খেলেও ইংল্যান্ডের কাছে বিশ্বকাপ শিরোপা খোয়াতে হয়েছে কিউইদের। রোববার রাতে লর্ডসে রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে ম্যাচ জিতে নেন ব্রিটিশরা। আর ফাইনালে খলনায়ক হয়ে থাকলেন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। সুপার ওভারে তার ব্যর্থতায় শিরোপা হাতছাড়া হয়ে যায় কিউইদের। ইংল্যান্ড বিশ্বকাপে গাপটিল ব্যাট হাতে টুর্নামেন্টজুড়েই ছিলেন নিজের ছায়া হয়ে। ফাইনালের আগ পর্যন্ত ৯ ইনিংস শেষে নামের পাশে ছিল মাত্র ১৬৭ রান। আগের সব ম্যাচের হতাশা ভুলিয়ে দিতে পারত ফাইনালে দারুণ কোনো ইনিংস। কিন্তু লর্ডসের ফাইনালেও মার্টিন গাপটিলের ব্যাটের রানখরা কাটল না। গত বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি এবং পাঁচ শতাধিক রান করা গাপটিল এবার রয়ে গেলেন ফ্লপ হয়ে। বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন ৭৩ রানের একটি ইনিংস। সেই ম্যাচের পর খেলা আট ইনিংসের পাঁচটিতেই ছাড়াতে পারেননি দুই অঙ্কের ঘর, সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দল ফাইনাল নিশ্চিত করার পর বলেছিলেন, এ রকম পারফরম্যান্সে সবচেয়ে বেশি হতাশ তিনি নিজেই। একই সঙ্গে বলেছিলেন, ফাইনালে নিজের সেরাটা খেলার চেষ্টা করবেন। কিন্তু পারেননি এই ওপেনার। শুরুটা অন্যান্য দিনের চেয়ে ভালো করলেও টেনে নিতে পারেননি ইনিংস। দুই চার ও একটি ছক্কায় ১৮ বলে ১৯ রান করে আউট হয়েছেন ক্রিস ওকসের বলে। এর পরও নায়ক হওয়ার সুযোগ ছিল গাপটিলের সামনে। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ যখন টাই হয়ে যায়, তখন তা সুপার ওভারে গড়ায়। শিরোপা মীমাংসা হয় সুপার ওভারে। সুপার ওভারে ইংল্যান্ড আগে ব্যাট করে ১৫ রান করে। ১৬ রানের টার্গেট দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন এবারও আস্থা রাখেন গাপটিলের ওপর। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামান নিশাম ও গাপটিলকে। কিন্তু এবারও চরম ব্যর্থতার পরিচয় দেন গাপটিল। নিশামের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ডকে হারানোর সুযোগ চলে এসেছিল নিউজিল্যান্ডের সামনে। ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশদের দেয়া ১৬ রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলেন নিশাম। শেষ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল ২ রান। ব্যাটিংয়ে ছিলেন গাপটিল। সেই ২ রান করতে পারেননি গাপটিল। ১ রান করে দ্বিতীয় রান করতে গিয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন এবারের বিশ্বকাপের খলনায়ক গাপটিল। এমএ/ ০০:৪৪/ ১৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LsJOYv
July 15, 2019 at 08:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top