ঢাকা, ১৫ জুলাই- ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে ১৯৭৫ সাল থেকে শুরু হয় ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই বিশ্বকাপ। তবে এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কখনো নিজেদের সেরা প্রমাণ করতে পারেনি ক্রিকেটের জনকরা। এবারের বিশ্বকাপ জিতে সেই আক্ষেপ দূর করেছে তারা। গতকাল ক্রিকেটের মক্কা লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে থ্রি- লায়ন্সরা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতায় প্রশংসায় ভেসে যাচ্ছে এউইন মরগ্যানের দল। চারদিক থেকে একের পর শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছে গোটা দল। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও সেই তালিকা থেকে বাদ গেলেন না। বিশ্বকাপ জেতার আনন্দে পুরো দলকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি। নিজের ও রাজপুত্র ফিলিপের পক্ষ থেকে এক বিবৃতিতে রানি বলেন, প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলকে এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। অবশ্য হেরে যাওয়া দল নিউজিল্যান্ডের জন্য সহমর্মিতা প্রকাশ করতেও ভোলেননি রানি, রানার্স-আপ নিউজিল্যান্ডের জন্য সহমর্মিতা রইলো। তারা অত্যন্ত দায়িত্ব ও পরিশ্রমের সঙ্গে খেলাটি শেষ করেছে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JNTLwm
July 15, 2019 at 08:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top