কুয়ালালামপুর, ০৫ জুলাই- মালয়েশিয়ার নেগরি সেমবিলান সেরেম্বানে লিয়াকত আলী (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে নিজ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে তাংকু জাফর বুকিতরাছা মেডিকেলে নিয়ে যায়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মান্নারগাঁও ইউনিয়নের কাঠাখালী গ্রামের লিয়াকত আলী ২০১৬ সালের প্রথম দিকে উন্নত জীবন জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস তাকে দেশে ফিরতে হচ্ছে লাশ হয়ে। দালালের মাধ্যমে বৈধ হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি বৈধ হতে পারেননি। এমএ/ ১১:০০/ ০৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FRyYXk
July 05, 2019 at 07:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top