লন্ডন, ০৫ জুলাই- বিশ্বকাপ ২০১৯ আফগানিস্তান ক্রিকেট দল ও সমর্থকদের জন্য হয়তো এক অপয়া বিশ্বকাপ বলেই মনে থাকবে। এমন একটি বিশ্বকাপ পার করার কথা হয়তো আফগানরা স্বপ্নেও ভাবতে পারেনি। বড় দলগুলোকে চমকে দেয়া দূরে থাক, সান্ত্বনার জয়ও পায়নি গুলবদিন নাইবের দল। এক আসরের ৯ ম্যাচের সবকয়টিতেই হেরে লজ্জার রেকর্ডই গড়েছে আফগানরা। তারপরও খুশি আফগান অধিনায়ক গুলবদিন নাইব! খুশির কারণ তিনি নিজেদের পারফরম্যান্সে ইতিবাচকতা খুঁজে পেয়েছেন। তার মতে এবারের বিশ্বকাপে ব্যাটিংটা বেশ ভালো করেছে আফগানিস্তান। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ তার মনে ধরেছে। গতকাল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৩ রানে হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নাইব বলেন, আমাদের সংগ্রহটা (২৮৮) ভালোই হয়েছে। একটা পর্যায় পর্যন্ত আমাদের অবস্থা ভালোই ছিল। বিশেষ করে রহমত শাহ এবং ইকরাম আলি খিল যেমন খেলছিল। বড় মঞ্চ ছিল, শেষপর্যন্ত ৩০০+ রানের সংগ্রহ তাড়া করা হয়নি আমাদের। তিনি আরও বলেন, তবে আমি ব্যাটিং পারফরম্যান্সের ব্যাপারে খুশি। আজকের ব্যাটিংটাই দেখেন। ইকরামের মতো তরুণও দেখিয়েছে তার সামর্থ্য। আমাদের দেশেও এমন অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে। বিশ্বকাপে ৯ ম্যাচের সবকটিতে হারার কারণ হিসেবে আফগান অধিনায়ক যথাযথ প্রস্তুতির অভাব, দলিয় স্থিতিশীলতাম, ফিটনেসের কথা বলেন। আর আশা প্রকাশ করেন ভবিষ্যতে এসব কাজে লাগবে। সূত্র: কালের কন্ঠ এমএ/ ১০:৫৫/ ০৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Je4bpY
July 05, 2019 at 06:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top