লন্ডন, ০৭ জুলাই- দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের লিগপর্ব। সেরা চার দল পেয়ে গেছে ২০১৯ আসর। আগামী ৯ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ দিয়ে শুরু হবে সেমিফাইনাল লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে ১১ জুলাই লড়বে ভারত- নিউজিল্যান্ড। সেমির লড়াই শুরু হওয়ার আগে চলুন দেখে নিই একনজরে রাউন্ড রবিন লিগপর্বে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং পারফরম্যান্স- সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক ১. রোহিত শর্মা (ভারত) : ৮ ম্যাচে ৬৪৭ রান ২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ৯ ম্যাচে ৬৩৮ রান ৩. সাকিব আল হাসান (বাংলাদেশ) : ৮ ম্যাচে ৬০৬ রান ৪. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) : ৯ ম্যাচে ৫০৭ রান ৫. জো রুট (ইংল্যান্ড) : ৯ ম্যাচে ৫০০ রান সর্বোচ্চ ৫ উইকেট শিকারি ১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : ৯ ম্যাচে ২৬ উইকেট ২. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) : ৮ ম্যাচে ২০ উইকেট ৩. জাসপ্রিত বুমরাহ (ভারত) : ৮ ম্যাচে ১৭ উইকেট ৪. জোফরা আর্চার (ইংল্যান্ড) : ৯ ম্যাচে ১৭ উইকেট ৫. মোহাম্মদ আমির (পাকিস্তান) : ৮ ম্যাচে ১৭ উইকেট সূত্র: যুগান্তর এমএ/ ০২:০০/ ০৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2S1WNjX
July 07, 2019 at 10:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top