লন্ডন, ৪ জুলাই - বিশ্বকাপে নিজদের শেষ ম্যাচে কাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয় দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে চায় টইগাররা। পাকিস্তানের বিপক্ষে জয় আরেকটি দিক থেকেও বেশ জরুরি। পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা। নিজেদের ম্যাচে পাকিস্তানকে হারালে এবং পরদিন ভারতের কাছে শ্রীলঙ্কা হারলে বাংলাদেশই থাকবে পাঁচে। শীর্ষ চারের বাইরে এই অবস্থানগুলোর মূল্য হয়তো এমনিতে সামান্যই আছে। তবে বিশ্বকাপের মতো আসরে বিরুদ্ধ কন্ডিশেনে পঞ্চম সেরা দল হতে পারলে, বাংলাদেশের জন্য সেই অর্জন কম কিছু হবে না। সেমি-ফাইনালে উঠতে না পারলেও এবারের বিশ্বকাপে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশ। ধারাভাষ্যকক্ষে, সাবেকদের বিশ্লেষণে উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে দল। যে ব্র্যান্ডের ক্রিকেট খেলে নিজেদের ছাপ রেখেছে দল, আদায় করে নিয়েছে স্তুতি, শেষ ম্যাচেও নিজেদের সেই ঘরানার ক্রিকেটের সেরাটাই দিতে চাইছে টাইগাররা। এদিকে শেষ ম্যাচে বাংলাদেশেরই জয় দেখছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। গতকাল এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের এই ম্যানেজার বলেন, পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বর্তমান দল বেশি শক্তিশালী এবং শেষ ম্যাচটি বাংলাদেশেরই জেতা উচিত। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, পাকিস্তানের চেয়ে ভালো দল আমাদের। তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি আমরা। তাই শেষ ম্যাচটি আমাদের জেতা উচিৎ। জেতার সামর্থ্য রয়েছে আমাদের। জিতলে হয়তো পাঁচ নম্বরে থাকব। বিশ্বকাপে পঞ্চম হওয়াটাও ভালো অর্জন। পাকিস্তানকে হারাতে পারলে শেষটা ভালো হবে। জয় দিয়ে শুরু এবং জয় দিয়ে শেষ করতে পারব। এন এইচ, ৪ জুলাই.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Xkxhrv
July 04, 2019 at 08:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন