ঢাকা, ২২ জুলাই- বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডসকে নিয়ে আনুষ্ঠানিকভাবেই সব কিছুর অবসান ঘটে গেছে। নিজের শেষ বক্তব্য তিনি বৃহস্পতিবার (১১ জুলাই) জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। দলের প্রধান কোচ হিসেবে স্টিভ রোডসের দায়িত্ব শেষ হয়েছে চুক্তির মাঝপথেই। তার কাজের কিছু বিষয়ে বোর্ড সন্তুষ্ট না থাকায় চুক্তি শেষ হওয়ার বছরখানেক আগেই তাকে বিদায় বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকা সত্ত্বেও রোডসকে কেন চাকরিচ্যুত করা হল এ নিয়ে অনেক গুঞ্জনই ছিল ক্রিকেট অঙ্গনে। অবশেষে জানা গেছে মূল কারণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বোর্ডের সাথে কোচের দূরত্ব ও হুট করে সিদ্ধান্ত পরিবর্তনের প্রবণতার কারণেই রোডসকে প্রধান কোচের পদ থেকে সরান হয়েছে। স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশের প্রধান কোচের পদটি খালিই রয়েছে। এদিকে জাতীয় ক্রিকেট দলের জন্য আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ খোঁজা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রধান কোচের পদের জন্য একটি বিজ্ঞাপন দেয়া হয়েছে। এদিকে বাংলাদেশের কোচ হতে বিশ্বের হাই প্রোফাইল অনেক কোচ যোগাযোগ করছে বিসিবির সঙ্গে। তবে দীর্ঘ মেয়াদী কোচের দিকেই দৃষ্টি বিসিবির। এমনটিই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। প্রধান কোচসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য নতুন কোচ খুঁজছে বিসিবি। গেলো ১৮ জুলাই ছিল ঐ সকল পদে আবেদনের শেষ তারিখ। এরই মধ্যে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন বিশ্বের হাই-প্রোফাইনাল অনেক কোচ। তবে বোর্ডের চাওয়া দীর্ঘ মেয়াদে স্থায়ী কোচ নিয়োগ দেয়ার। নিজামউদ্দিন চৌধুরী বলেন, বেশ কিছু হাই-প্রোফাইল কোচের আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। বড় নামগুলো বেশিরভাগই ঘরোয়া টি-২০ লিগগুলোতে বেশি আগ্রহী থাকেন। আমাদের টার্গেট থাকবে এমন কাউকে পাওয়া যে ফুল টাইম কাজ করতে পারবে। জাতীয় দলে বিদেশি কোচের সঙ্গে দেশীয় কোচদের নিয়োগ দেয়ার ব্যাপারে বিবেচনা করবে বোর্ড। তবে সব কিছু ২৭ জুলাই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xZ5T8d
July 22, 2019 at 06:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top