শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল কলম্বোর পৌঁছেছেন। শনিবার (২০ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে কলম্বো পৌঁছেছেন তামিম বাহিনী। এই সিরিজে টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল। দেশ ছাড়ার আগে তামিম বলেন, এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দলটার প্রমাণ করার অনেক কিছু আছে। চোটে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার। সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কার হোম কন্ডিশনে সিরিজটা কঠিন হতে যাচ্ছে। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই সিরিজে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভাল করবে বাংলাদেশ, এমনটাই মত দিয়েছেন তিনি। এছাড়াও দলে যারা ডাক পেয়েছেন এটা তাদের জন্য সুযোগ। বিশ্বকাপে নিজে ভাল খেললেও সতীর্থরা কেন ভাল করতে পারেন নি এমন এক প্রশ্নে সাকিব বলেন, সবাই যার যার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছেন। তবে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে না পারাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন এ অলরাউন্ডার। তিনি বলেন, আগামী বিশ্বকাপে ভাল কিছু করতে হলে এখন থেকেই পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কা সফরের জন্য সাকিবকে ছাড়াই দল ঘোষণা করে বিসিবি। এই সিরিজে খেলছেন না টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। থাকছেন না বিশ্বকাপে দারুন পারফমেন্স করা অলরাউন্ডার সাইফউদ্দিন। আর এই সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O8KK6k
July 22, 2019 at 06:11AM
22 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top