গোদাগাড়ীতে হেরোইনসহ দুই জন আটক

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জৈঠা বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব-৫।
আটককৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুন্ঠি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আ. রশিদ (৩০) ও একই উপজেলার সাগুয়ান ঘুন্ঠি বাঁশ ডোল গ্রামের একরামুল হকের ছেলে তৈয়ব আলী (২৮)।
র‌্যাব-৫, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জৈঠা বটতলা এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালায়। দুপুর সোয়া ২টার দিকে চালানো এ অভিযানে আ. রশিদ ও তৈয়ব আলীকে ৪০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৭-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2K0vdRT

July 29, 2019 at 11:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top