৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী শফিকুল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের এক শিশু ধর্ষন মামলার আসামী শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবাগান বস্তির মৃত সুলতান আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করে। তিনি আরও জানান, শফিকুল ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে অন্য সদস্যরা না থাকার সুযোগে খেলতে আসা ৬ বছরের শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় পরিবহন শ্রমিক শফিকুল ইসলাম। এ ঘটনার পর শিশুটির মা বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৭-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2YwDalQ

July 30, 2019 at 12:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top