মুম্বাই, ২৯ জুলাই- বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। নব্বই দশকে তার ক্রেজ ছিলো আকাশ ছোঁয়া। তার সিনেমাগুলো ছিলো দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সজন, রকি, মুন্না ভাই দিয়ে তিনি পৌঁছে গেছেন সব শ্রেণির দর্শকের কাছে। বৈচিত্রময় এক জীবন নিয়ে সঞ্জয় জীবনের ৬০তম জন্মদিনে পা রাখলেন আজ। এদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। মুন্নাভাই খ্যাত এই নায়ককে জন্মদিনে চমকে দিয়েছে নির্মাতা ফারহান আখতার। জন্মদিনের উপহার হিসেবে সঞ্জয়ের আগামী ছবি কে জি এফ : চ্যাপ্টার ২ এর ফার্স্ট লুক মুক্তি দিলেন পরিচালক-প্রযোজক ফারহান আখতার। এই ছবিতে আধিরার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়। ফার্স্ট লুকে দারুণ লাগছে তাকে। কন্নড় ছবি কে জি এফ : চ্যাপ্টার ১ বক্স অফিসে ব্যাপক আলোড়ন ফেলেছিল গত বছর। হিন্দি, তেলুগু, তামিল এবং মালয়লাম ভাষায় ডাবিংও করা হয়েছিল যশ অভিনীত সেই ছবির। নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে ফারহান লিখেছেন, ছোটবেলায় ওর প্রথম ছবি রকির শুটিং ব্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে দেখতাম মনে আছে। এত বছর পর ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সত্যিই স্পেশাল লাগছে। শুভ জন্মদিন... । সঞ্জয় দত্ত ছাড়াও এই ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রবিনা ট্যান্ডনকে। আর/০৮:১৪/২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K0joLK
July 29, 2019 at 10:00AM
29 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top