লন্ডন, ০৬ জুলাই- ২০১৫ সালে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই পরপর পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলাদেশ দলের বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সে বছরই নভেম্বরে নেন তৃতীয়বারের মতো পাঁচ উইকেট। এরপর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে দারুণ বোলিং করলেও পাঁচ উইকেট পাওয়া হচ্ছিল না মোস্তাফিজের। ফাইফারের এ ক্ষুধাটা তিনি যেন জমিয়ে রেখেছিলেন ক্রিকেটের সবচেয়ে বড় আসরের জন্য। তাই তো বিশ্বকাপের মঞ্চে ভারত ও পাকিস্তানের মতো দুই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে মোস্তাফিজ শিকার করেছেন ৫টি করে উইকেট। শুক্রবার বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে নিজের নাম তুলেছেন সম্মানজনক অনার্স বোর্ডে। একইসঙ্গে গড়েছেন একগাদা রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে বল হাতে খানিক খরুচে হলেও তার বোলিংয়ের বিপক্ষেই আউট হয়েছেন সেঞ্চুরিয়ান ইমাম উল হক, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির। এ পাঁচ ব্যাটসম্যানকে আউট করে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। আট ম্যাচ খেলে মোস্তাফিজের উইকেট সংখ্যা ২০টি। সমান ম্যাচ খেলে ২৪টি উইকেট শিকার করেছেন শীর্ষে থাকা মিচেল স্টার্ক। এছাড়া বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও নিজের করেছেন মোস্তাফিজ। তবে এ রেকর্ডটি তিনি করেছেন ভারতের বিপক্ষে ফাইফার নিয়েই। সে ম্যাচে ৫ উইকেট শিকারের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছিলেন ২০০৭ বিশ্বকাপে আব্দুর রাজ্জাকের নেয়া ১৪ উইকেটের রেকর্ড। আর শুক্রবার পাকিস্তানের বিপক্ষে আরও ৫ উইকেট নিয়ে এ রেকর্ডটিকে ২০ উইকেটে নিয়ে ঠেকালেন কাটার মাস্টার। বিশ্বকাপের সব রেকর্ড বাদেও দারুণ একটি রেকর্ড গড়েছেন মোস্তাফিজ। ভারতের বিপক্ষে ফাইফারটি ছিলো তার ক্যারিয়ারের চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার। সেদিন তিনি বসেছিলেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ বার পাঁচ উইকেট নেয়া আব্দুর রাজ্জাকের পাশে। পাকিস্তানের বিপক্ষে আবারও ৫ উইকেট নিয়ে, বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ৫ বার ফাইফার নেয়া বোলার এখন মোস্তাফিজই। এদিকে লর্ডসের মাঠে ৫ উইকেট নেয়ার পথে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১০০ উইকেট পূরণ করেছেন মোস্তাফিজ। এ মাইলফলকে পৌঁছতে তিনি খেলেছেন মাত্র ৫৪টি ম্যাচ, বোলিং করেছেন ৫৩টি ইনিংসে। যার ফলে এশিয়ার পেসারদের মধ্যে সবচেয়ে দ্রুততম ১০০ উইকেট নেয়ারও কীর্তি এখন মোস্তাফিজের দখলে। এছাড়া ওয়ানডে ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম ১০০ উইকেট নেওয়া ক্রিকেটার তিনি। মোস্তাফিজের সমান ৫৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে এতদিন এককভাবে চতুর্থ স্থানে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার কীর্তিটা আছে আফগানিস্তানের রশিদ খানের দখলে। ১০০ উইকেট নিতে তিনি খেলেন মাত্র ৪৪ ম্যাচ। ৫২ ও ৫৩ ইনিংসে ১০০ উইকেট নিয়ে যথাক্রমে এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। এতসব ইতিবাচক রেকর্ডের ভিড়ে মোস্তাফিজের হয়েছে একটি নেতিবাচক রেকর্ডও। চলতি বিশ্বকাপে বল হাতে ২০ উইকেট নিলেও, তিনি খরচ করেছেন ৪৮৪ রান। যা কি-না বিশ্বকাপের এক আসরে কোনো বোলারের সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড। ২০১৫ সালের বিশ্বকাপে ৪৭২ রান খরচ করে লজ্জার এ রেকর্ডটি নিজের করে রেখেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YDbgp4
July 06, 2019 at 04:43AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.