কলকাতা, ৩০ জুলাই- সারদার টাকা ফেরত দিতে চান সাংসদ শতাব্দী রায়। ইডিকে চিঠি দিয়ে জানালেন শতাব্দী। সারদার কাছ থেকে পাওয়া ২৯ লক্ষ টাকা ফেরত দিতে চান তিনি। এর আগে তত্কালীন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীও সারদার কাছ থেকে পাওয়া টাকা ফেরত দিয়েছেন। তদন্তকারীদের কাছে লেখা চিঠিতে শতাব্দী রায় জানিয়েছেন, সারদার সঙ্গে চুক্তিবাবদ তিনি যে টাকা নিয়েছিলেন, তা ফেরত দিয়ে দিতে চান। যাতে ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়। সম্প্রতি সারদাকাণ্ডের তদন্তে সিবিআই-এর পাশাপাশি তত্পর হয়ে ওঠে ইডিও। বীরভূমের দুবারের সাংসদ শতাব্দী রায়কে তলব করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তদন্তকারীরা জানতে পারেন, সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কী কারণে আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই তলব করা হয় বলে সূত্রে খবর। সারদা চিটফান্ড আর্থিক দুর্নীতি মামলায় এর আগেও শতাব্দী রায়কে ডাকা হয়। আর/০৮:১৪/৩০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/314d3Es
July 30, 2019 at 09:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top