ঢাকা, ৩১ আগস্ট- বিয়ের কাজটি সেরে ফেলেছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা দীপালি। গত ২৮ আগস্ট ছিল এই নায়িকার গায়ে হলুদ এবং শুক্রবার (৩০ আগস্ট) ছিল বিয়ে। চিত্রপরিচালক ও প্রযোজক জায়েদ রেজওয়ানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শোবিজ অঙ্গনে একসাথে কাজ করতে গিয়েই দীপালির সঙ্গে পরিচয় মৃত্যুপুরী ছবির পরিচালক জায়েদের সাথে। তারপর সম্পর্কটা বন্ধুত্ব ও একটা সময় প্রেমে পরিণত হয়। এরপর দুই পরিবারের সম্মতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ে। এ সময় উপস্থিত ছিলেন দীপালি ও জায়েদের পরিবারের সদস্যরা। টিভি পর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন দীপালি। রমিজের আয়না, কাননে কুসুম কলি, হৈ হৈ রৈ রৈ, ঘোড়ার ডিম এবং সাত কাহন-এর মতো ধারাবাহিক নাটকসহ প্রায় ৪০টির বেশি নাটকে অভিনয় করেন। এরপর ২০১৫ সালে অনন্য মামুন পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ব্ল্যাক মেইল-এর মাধ্যমে আলোচনায় আসেন দীপালি। এরপর বাজে ছেলে: দ্য লোফার এবং আমি তোমার হতে চাই-এর মতো সিনেমায় কাজ করেন তিনি। আর/০৮:১৪/৩১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zAOyTK
August 31, 2019 at 10:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top