কলকাতা, ৩১ আগস্ট- পশ্চিমবঙ্গে বিধানসভায় গণপিটুনি বন্ধে এক যুগান্তকারী বিল পাস হয়েছে। বিলটি পাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গণপিটুনি সামাজিক অপরাধ। একে রুখতে কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে। খবর এনডিটিভির। শুক্রবার রাজ্য বিধানসভায় পাস হল দ্য ওয়েস্টবেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল ২০১৯। বিলটি সভায় পেশ করেন পরিষধীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, কেন্দ্র এ ধরণের কোনও বিল এখনও পেশ করেনি। বিল নিয়ে বিধানসভায় আলোচনার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট বিল আনার নির্দেশ দিয়েছিল। কিন্তু কেন্দ্র এখনও সেই বিল উত্থাপন করে উঠতে পারেনি। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম গণপিটুনি প্রতিরোধ বিল পাস হল। রাজস্থান সরকার বিল আনলেও তা পাস করাতে পারেনি। এদিন গণপিটুনি প্রসঙ্গে আলোচনায় বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আইন হাতে তোলার অধিককার কারও নেই। কোনও অভিযোগ পেলে পুলিশকে জানান। গণপিটুনি রুখতে কেন্দ্র, রাজ্য ও পুলিশ সবাইকে একযোগে লড়তে হবে। তবে এখনও কেন্দ্র বা কোনও রাজ্য গণপিটুনি ঠেকাতে বিল আনেনি। কেউ করেনি বলে অন্যরা করবে না, এটা তো হতে পারে না। কাউকে তো করতে হবে। দেশ যখনই সংকট পড়েছে, তখনই বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এই বিল প্রণয়ন করেছে। গণপিটুনি রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিকে দূরে সরিয়ে সমাজ সচেতনতা গড়ে তোলার কথা বলেন তিনি। গণপিটুনিতে যারা আক্রান্ত হয়েছেন, তাদের পরিবারের কথা রাজ্য বিবেচনা করে দেখবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। আর/০৮:১৪/৩১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34fApcE
August 31, 2019 at 10:40AM
31 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top