মুম্বাই, ০৭ আগস্ট- জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকারা। পরেশ রাওয়াল, অনুপম খের, রবিনা ট্যান্ডনসহ বলিউডের অনেক তারকাই নরেন্দ্র মোদির নজিরবিহীন সিদ্ধান্তকে সমর্থন করেছেন। বিভিন্ন ইস্যুতে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পাশে এর আগেও দাঁড়াতে দেখা গেছে কুইনখ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। খবর জি নিউজের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মোদির প্রশংসা করে বিবৃতি দিলেন কঙ্গনা রানাওয়াতও। প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ কঙ্গনার মতে, দেশবাসীর ভবিষ্যৎ এবার উজ্জ্বল হতে চলেছে। কঙ্গনার কথায়, অনেক দিন আগেই ৩৭০ ধারা তুলে নেয়া উচিত ছিল। দেশকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমি জানতাম নরেন্দ্র মোদি ছাড়া আর কেউ অসম্ভবকে সম্ভব করতে পারবেন না। উনি শুধু স্বপ্ন দেখান না, সেটিকে বাস্তবে পরিণত করার শক্তি এবং সাহসও রাখেন। জম্মু ও কাশ্মীরসহ গোটা ভারতকে আমার শুভেচ্ছা। একত্রে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় তার এ বিবৃতি। নরেন্দ্র মোদি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সময়ে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা লেখেন, দেশের দরকার মোদিজির মতো শক্তিশালী ও দূরদৃষ্টিসম্পন্ন নেতা। আর/০৮:১৪/০৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZBMTc5
August 07, 2019 at 10:44AM
07 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top