কলকাতা, ০৭ আগস্ট- ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক জানিয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দিয়ে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সুষমা স্বরাজজির আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ও স্তম্ভিত। ১৯৯০ থেকে চিনি তাকে। আদর্শ আলাদা হলেও সংসদে দারুণ সময় কাটিয়েছি আমরা। খবর জি নিউজের। দারুণ রাজনীতিবিদ, নেতা ও ভালো মানুষ ছিলেন তিনি। তার অভাব অনুভব করব। তার পরিবার ও অনুগামীদের সমাবেদনা জানাই। প্রসঙ্গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা যান সুষমা স্বরাজ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সম্প্রতি শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না তার। যে কারণে সদ্য অনুষ্ঠিত দেশটির লোকসভা নির্বাচনে অংশ নিতে পারেননি সুষমা। মঙ্গলবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছিলেন সুষমা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইট করে সুষমা স্বরাজ লেখেন, আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী। হয়তো এটা দেখার জন্যই আমি বেঁচেছিলাম। এটি দেখার অপেক্ষায় ছিলাম সারাজীবন। মোদি সরকারে প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সুষমা। বাজপেয়ি আমলেও মন্ত্রী ছিলেন এ বিজেপি নেত্রী। আর/০৮:১৪/০৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33rP3xg
August 07, 2019 at 10:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top