টরন্টো, ১১ আগষ্ট- আবৃত্তি সংগঠন অন্যস্বর টরন্টোর আয়োজনে মানুষের অহংকারপটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প... শীর্ষক সৈয়দ আজিজ এর একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল গত আগস্ট ৯ শুক্রবার ২০১৯। বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত দর্শক শ্রোতা সন্ধ্যা ৮-৩০ থেকে রাত ১০.৪৫ পর্যন্ত আবৃত্তি উপভোগ করেন। আয়োজক অন্যস্বর টরন্টোর জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে ক্ষমা করো হে পিতা শীর্ষক গান কবিতার আলেখ্য উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আমন্ত্রিত দল বাচনিক এর সদস্যরা আবৃত্তি করেন। তারপর টানা এক ঘন্টা আবৃত্তি করেন সৈয়দ আজিজ। নানান মেজাজের কবিতায় দর্শকশ্রোতার হৃদয়ের কেড়ে নেন আবৃত্তিকার সৈয়দ আজিজ। উল্লেখ্য এর আগে অন্যথিয়েটার টরন্টো সম্মাননা পদক ২০১৯ প্রদান করা হয় বাংলাদেশ থিয়েটার এর প্রধান, টরন্টোর বাঙালি নাট্যকর্মীদের মধ্যে অগ্রজ নাট্যকর্মী মোহাম্মদ হাবিবউল্লাহ দুলালকে। -প্রেস বিজ্ঞপ্তি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YUS4Tj
August 12, 2019 at 03:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top