ঢাকা, ১২ আগস্ট- চিত্রপাড়াখ্যাত এফডিসিতে গত তিন বছর ধরে গরু কোরবানি দিয়ে আসছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা পরিমনী। মূলত এফডিসিতে অসচ্ছল শিল্পীদের জন্যই এই কোরবানি দিয়ে থাকেন বলে জানান পরি। প্রতিবারেই দেখা গেছে গরু কোরবানি দেয়া শেষে অসচ্ছ্বল শিল্পীদের নিজ হাতে মাংস বিলি করছেন তিনি। এ দৃশ্য দেখা যাবে এবারও। এফডিসিতে এ বছর চারটি গরু কোরবানি দিচ্ছেন বলে জানালেন স্বপ্নজাল ছবির এ নায়িকা। পরীমনি বলেন, আমি বার বার একটা কথা বলে আসছি।আগেও বলেছি এবারও বলছি এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় পরিবার। তাই পরিবারের জন্যই কোরবানি দেই। যতদিন বাঁচব, ততদিন এফডিসিতে কোরবানি দিয়ে যাব। ঈদের আগে চয়নিকা চৌধুরীর বিশ্বসুন্দরী ছবির শুটিংয়ের ব্যস্ততায় ঢাকার বাইরে থাকতে হয়েছে। ফলে গরু কেনা হয়েছিলনা তার। তবে ঈদের আগের রাতে নানাকে নিয়ে রাজধানীর কমলাপুর গরুর হাটে যান পরী। হাটে গিয়ে নিজেই দেখে শুনে ক্রয় করেন চারটি গরু। কোরবানির ঈদে এফডিসিতে অসচ্ছ্বল শিল্পীদের মানবেতর অবস্থা দেখে মানবিক হৃদয়ের টানে ২০১৬ সাল থেকে কোরবানি দেয়া শুরু করেন পরীমনি। প্রথম বছর এফডিসিতে একটি গরু কোরবানির মধ্য দিয়ে শুরু হলেও পরের বছর দুইটা এবং ২০১৮ সালের কোরানির ঈদে তিনটি গরু কোরবানি দেন পরী। এ বছরে এসে চারটি গরু কোরবানি দিচ্ছেন এ নায়িকা। এনইউ / ১২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31DGNbP
August 12, 2019 at 02:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top