লন্ডন, ০৪ আগস্ট- কিছু দিন আগে ইংল্যান্ডের এজবাস্টনের মাঠে ঝলক দেখিয়েছিলেন রঙিন জার্সির খেলোয়াড়রা। এখন সেখানে চলছে সাদা জার্সিদের দৈরথ অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার লড়াই। এবারের অ্যাশেজে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও ভুগছেন অসি ক্রিকেটাররা। বিশেষ করে তিন অস্ট্রেলীয় ক্রিকেটারকে ধুয়ে দিচ্ছেন এজবাস্টনের দর্শকরা। বল বিকৃতিকাণ্ডের ওই তিন অসিকে কটাক্ষ করছেন এজবাস্টনের দর্শকরা। প্রথম দিনেই দর্শকদের বিদ্রূপের শিকার হয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। শনিবার আবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন অসি ওপেনার ওয়ার্নার। সেদিন মাঠে যখন ব্যাট করছিলেন ইংল্যান্ডের শেষ দুই ব্যাটসম্যান, তখন বাউন্ডারি লাইনের খুব কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন ডেভিড ওয়ার্নার। খুব কাছে পেয়ে সুযোগ হাতছাড়া করলেন না দর্শকরা। তার সেই বল বিকৃতির কাণ্ডকে সামনে এনে ক্রমাগত বিদ্রূপাত্মক মন্তব্য করতে থাকেন গ্যালারির ওই অংশ। এ সময় দর্শকরা ওয়ার্নারকে উদ্দেশ্য করে গান গাইতে থাকেন, ওয়ার্নারের কাছে শিরিশ কাগজ আছে...! তবে এমন বিদ্রূপে একেবারেই স্বাভাবিক ছিলেন ওয়ার্নার। চমৎকার জবাবও দিয়েছেন তিনি। আর তা ছিল শারীরিক ভাষায়। নিজের প্যান্টের দুটো পকেট টেনে ধরে ওয়ার্নার দেখিয়ে দেন, না কোনো শিরিশ কাগজ সঙ্গে আনিনি। একেবারে ফাঁকা আজ। ওয়ার্নারের এমন রসিকতা অবশ্য পছন্দ হয়েছে দর্শকদের। পরে তাকে নিয়ে এমন বিদ্রূপ আর করেননি তারা। দর্শকদের বিদ্রূপের চমৎকার জবাব দিতে পারলেও ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের সুইংয়ের জবাব ছিল না ওয়ার্নারের কাছে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্রডের অফস্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেন ওয়ার্নার। প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেই মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন ওয়ার্নার। অসি ওপেনারের এ উইকেট তুলে নিয়ে নিজের নামের পাশে সাড়ে চারশ উইকেট জমা করেন ব্রড। ওয়ার্নার ফেরার কিছু পর একই পথ অনুসরণ করে ফিরে যান ক্যামেরন ব্যানক্রফট (৭)। উইকেটে জমে গিয়েও অর্ধশতক থেকে ৪০ রান দূরে থাকতে ফিরে যান উসমান খাজা। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লড়াই করে চলেছেন স্টিভ স্মিথ। দিনের শেষে তিনি অপরাজিত ৪৬ রানে। এবারের অ্যাশেজে অস্ট্রেলীয়দের এমন পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনা করেছেন দলটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। পন্টিং বলেন, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং কিন্তু দলকে ডুবিয়ে দিল। স্টিভ স্মিথের ইনিংসটা সরিয়ে নিলে কিছুই থাকে না। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MCZCYf
August 04, 2019 at 09:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top