ঢাকা, ০৪ আগস্ট- হোয়াইটওয়াশ হয়ে শ্রীলংকা সফর শেষ করেছে টাইগাররা। যে কারণে মাথা নিচু করে বৃহস্পতিবার দেশে ফিরেছে তামিম ইকবাল ও তার দল। সেদিন বিমানবন্দরে নেমে মিডিয়াকে এড়িয়ে সরাসরি গাড়িতে উঠে যার যার বাসায় গেছেন ক্রিকেটাররা। শ্রীলংকা সফরে টাইগাররা ব্যর্থ হলেও কথা বলেছেন মুশফিকুর রহিম। সফরে সবচেয়ে বেশি রান করা তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পুরোপুরি ব্যর্থ একটি সফর শেষে এবার টাইগারদের মনোযোগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিকে। ইতিমধ্যে বিপিএলে অংশগ্রহণকারী বিভিন্ন দলে ভিড়ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। এবার বিপিএলের আসন্ন সপ্তম আসরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মুশফিকুর রহিম। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা। গত আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছিলেন মুশফিক। তবে এবার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই টাইগারকে নিজেদের করে নিল কুমিল্লা। গতবার তামিম ইকবাল কুমিল্লার হয়ে আইকন ক্রিকেটার হিসেবে খেলেছিলেন। এবার সেই জায়গায় দেখা যাবে মুশফিককে। এদিকে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রসঙ্গত আগামী ৬ ডিসেম্বর থেকে পর্দা উঠছে বিপিএলের সপ্তম আসরের। ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে দল গোছানো শুরু করেছে। বড় তারকাদের দলে ভেড়ানো শুরু করে দিয়েছেন তারা। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yD72CE
August 04, 2019 at 09:23AM
04 Aug 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top