ঢাকা, ১৬ সেপ্টেম্বর- বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০র ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জিকে টেস্টেও চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেন ম্যাকেঞ্জি। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে দলের দায়িত্ব পান তিনি। ইংল্যান্ডে দ্বাদশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সাথে চুক্তি ছিলো ম্যাকেঞ্জির। বিশ্বকাপে ব্যর্থতার পরও ম্যাকেঞ্জির সাথে চুক্তি নবায়ন করে বিসিবি। তবে দলের কোচিং স্টাফদের অন্যানদের সাথে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এরমধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রধান কোচ স্টিভ রোডস ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তবে ম্যাকেঞ্জির উপর আস্থা রাখে বিসিবি। তাই তার সাথে নতুন করে চুক্তি নবায়নও করা হয় এবং এখন তিন ফরম্যাটেই ম্যাকেঞ্জিকে ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দেয়ার চিন্তা করছে বিসিবি। এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরী। তবে এখন কোন কিছুই নিশ্চিত হয়নি বলেও জানান তিনি, আমরা আশা করছি, দ্রুতই এটি চূড়ান্ত হবে। তবে এটি যদি না হয়, তবে আমরা বিকল্প উপায় বের করবো। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট, ৬৪টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকা। টেস্টে ৩২৫৩, ওয়ানডেতে ১৬৮৮ ও টি-২০তে ৭ রান করেছেন তিনি। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ডান-হাতি ব্যাটসম্যান। কোচিং ক্যারিয়ারে দুবার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শকও ছিলেন ৪৩ বছর বয়সী ম্যাকেঞ্জি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১৬ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I93aym
September 16, 2019 at 06:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন